Bd model suzana zafar biography definition
সুজানা জাফর
সুমাইয়া জাফর সুজানা | |
---|---|
জন্ম | (1986-09-25) ২৫ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ৩৮) ঢাকা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০১ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ফয়সাল আহমেদ (বি. ২০০৬; বিচ্ছেদ. ২০০৬)হৃদয় খান (বি. ২০১৪; বিচ্ছেদ. ২০১৫) |
সুমাইয়া জাফর সুজানা ( জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৮৬, ঢাকা)[১] বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ২০০১ সালে মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় পদার্পণ করেন। ২০০৩ সালে লাক্স সুন্দরী হন। ক্যারিয়ারের শুরু থেকে বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তিনি টিভি নাটকেও অভিনয় করেছেন।
কর্মজীবন
[সম্পাদনা]২০০১ সালে সুজানা জাফর মডেল হিসেবে মিডিয়া জগতে যাত্রা শুরু করেছিলেন। ২০০৩ সালে তিনি লাক্স ফটোসুন্দরী খেতাব জিতেন।
তিনি ছয় পর্বের নাটক লাইম অফ লাইফ এ বিখ্যাত গায়ক শাফিন আহমেদের সাথে অভিনয় করেছিলেন।[২] এছাড়াও তিনি বেশ কিছু টিভি নাটকে অভিনয় করেছেন।[৩]
তিনি তাহসানের গাওয়া ও ইমরানের সুর করা কেউ না জানুক গানে মডেল হিসেবে অভিনয় করে আলোচিত হন।[৪] এছাড়াও তিনি তুমি আসবা নাকি ও আমী ছুঁয়ে দিলে শিরোনামের দুইটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন। তিনি তার প্রাক্তন স্বামী হৃদয় খানের গাওয়া ভালো লাগে না ও আড়ালে শিরোনামের দুইটি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন।
নাটকসমূহ
[সম্পাদনা]এক-পর্বের নাটক
[সম্পাদনা]- হাইওয়ে টু হ্যাভেন
- দ্বিতীয় জীবন
- টার্মিনাল
- ঘুমপাড়ানো জোনাকি
- ইনানী রয়েল রিসোর্ট
- সিনথিয়া ও অ্যাঞ্জেল
- তুমি কি উড়বে আমার আকাশে
- লাইভ শো
ধারাবাহিক নাটক
[সম্পাদনা]- ৫১বর্তী
- ছন্নছাড়া
- ফিফটি ফিফটি
- ইলিটস ইন ওয়ান্ডারল্যান্ড
- ক্যাপসুল ৫০০এমজি
- অপূর্বা
বিজ্ঞাপন
[সম্পাদনা]- সানক্রেস্ট-২
- হাইসেন্স টিভি
- কনকা ফ্রিজ
- হুইল
- ম্যাটাডোর কলম
- তিব্বত স্নো
- ড্যানিশ বিস্কুট
বর্তমান কার্যক্রম
[সম্পাদনা]তিনি বর্তমানে সুজানাস ক্লসেট (Suzana’s Closet) নামে একটি কাপড় এর ব্যবসা করছেন এবং বিনোদন জগৎ এর বাহিরে আছেন । তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আর মিডিয়াতে কাজ করবেন না ব্যবসা তার প্রধান পেশা হিসাবে বেছে নিয়েছেন ।[৫]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]২০০৬ সালে ফয়সাল নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন।[৬] কয়েকমাস পরই তার এ সংসার ভেঙে যায়। এরপর অনেকটা ব্যক্তিগত কারণে দীর্ঘ তিন বছর সরে দাঁড়ান মিডিয়া থেকে। এরপর দীর্ঘ দিন একাকিত্বের অবসান ঘটিয়ে সুজানা ২০১০ সালে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান এর প্রেমে পড়েন। প্রায় তিন বছর প্রেম করার পর ২০১৪ সালের ১ আগস্ট দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের মাত্র আট মাসের মধ্যে দাম্পত্য কলহের জের ধরে ৬ এপ্রিল ২০১৫ সালে একে অপরের থেকে বিচ্ছেদ হয়।[৭] এটি ছিল সুজানার জীবনে দ্বিতীয় বার বিবাহ বিচ্ছেদের ঘটনা।
পারিবারিক বৃত্তান্ত
[সম্পাদনা]সুজানার বাবা আবু জাফর ৩ জুলাই মারা যান। যমজ দুই বোন সুজানা আর রোকইয়া জাফর শুপ্রা, বড় ভাই নিপু , ছোট ভাই শিপু এবং মা আনোয়ারা বেগম- এই নিয়ে তাদের পরিবার।